ঢাকা | বঙ্গাব্দ

টিএসসিতে শেখ হাসিনা-কাদের-ইনু-রাশেদ খান মেননসহ "ফ্যাসিবাদী" দলের নেতাদের প্রতীকী ফাঁসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে শেখ হাসিনাসহ
  • আপলোড তারিখঃ 04-11-2024 ইং
টিএসসিতে শেখ হাসিনা-কাদের-ইনু-রাশেদ খান মেননসহ "ফ্যাসিবাদী" দলের নেতাদের প্রতীকী ফাঁসি ছবির ক্যাপশন: টিএসসিতে শেখ হাসিনা-কাদের-ইনু-রাশেদ খান মেননসহ "ফ্যাসিবাদী" দলের নেতাদের প্রতীকী ফাঁসি
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। 

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ‘ফ্যাসিবাদী’ দলের নেতাদের প্রতীকী ফাঁসি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। অদ্য সোমবার ৪ ঠা নভেম্বর দুপুর ২টায় টিএসসির পায়রা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।সরেজমিনে দেখা যায় টিএসসিতে একটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে।সেখানে পরপর ৫টি কুশপুতুলে ৫ জনের ছবি দিয়ে প্রতীকী ফাঁসি দেওয়া হয়েছে।এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা,সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের,জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু,জাতীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।  

ফাঁসির মঞ্চের পর্দা উন্মোচন শেষে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন আওয়ামী লীগ যেকোনো প্রক্রিয়ায় পুনরায় ফিরে আসতে চাইছে।যারা গণহত্যা করেছে,গুম-খুন করেছে,তাদের দ্রুত গ্রেফতার করতে হবে।তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে।তাদের মধ্যে যারা এমপি-মন্ত্রী হয়েছে,তাদের বিচার করতে হবে।  

তিনি আরও বলেন আমলাতান্ত্রিক,ব্যবসায়িক,আইনি-সব অঙ্গন থেকে ফ্যাসিবাদের দোসরদের সমূলে উৎপাটন করতে হবে।২০২৪ ইং-এর গণ-আন্দোলনে ছাত্র-জনতা হাত,পা,চোখ হারিয়েছে।মা-বাবা,ভাই-বোন,স্বামী-সন্তান হারিয়েছে।তারা কোনোদিন ফিরে আসবে না।তাহলে আওয়ামী লীগ,জাতীয় পার্টি কীভাবে ফিরে আসবে? আমরা গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বেইমানি করতে পারি না। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ